বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীম্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র প্রস্তুতিতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট ) দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা’র প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা ) বিষয়ের শিক্ষকরা।
উল্লেখ্য বাঘা উপজেলায় ৫২তম গ্রীম্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা আটটি সাবজোন ভেন্যুতে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এবং উপজেলা পর্যায়ে চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর এ খেলা অনুষ্ঠিত হবে।#