বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হত্যা মামলার পলাতক আসামী কামাল হোসেনসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৯ জুন) দিবাগত রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী কামাল হোসেন (৫০)কে গ্রেপ্তার করে র্যাব-৫। সে বাঘা উপজেলার আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ ওরফে দুষ্টু মন্ডলের ছেলে।
গত ১৩ মে পারবারিক বিরোধে সৎভাই ছাদেক আলী(৪৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আত্নগোপনে ছিল কামাল। নিহত ছাদেক আলী পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন।
অন্যদিকে একইদিন রাতে ২জন ওয়ারেন্টভ’ক্তসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো- বাঘা পৌরসভার বাগসায়েস্তা গ্রামের আব্দুল করিমের স্ত্রী মোসাঃ আজমিরা(৩০), আলাইপুর গ্রামের নছির উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম(৩৬)ও এজাহার নামীয় আসামী সাহাপুর গ্রামের সাজেদার রহমানের ছেলে জাকির হোসেন(৩০) ।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান জানান,মঙ্গলবার (১০ জুন’২৫) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর