1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ের বান্দাইখাড়া – ফতেপুর রাস্তায় চকবাজারে রাস্তার পাশে বৃক্ষরোপণ রাজশাহীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা রাবির আওয়ামী লীগপন্থী তিন কর্মকর্তা গ্রেপ্তার, ছাত্ররা তুলে দিল পুলিশের হাতে ফলো আপঃ বাঘায় নিয়োগ জালিয়াতি মামলায় সভাপতি-অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজন রিমান্ডে তানোরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন ইউএনও লিয়াকত সালমান রাজশাহী বোর্ডের অধীনে- ১২৬৫ নম্বর পেয়েছেন বাঘা উপজেলার ঋতু বাঘায় এক প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শিক্ষককে মারপিট করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ ১৯ জুলাই  সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী বদরগঞ্জে পাটোয়া কামড়ি বিল ও ভাড়ারদহ বিল  পরিদর্শণ করলেন দুই উপদেষ্টা    এতিম কুলসুম  শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো

বাঘায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………

রাজশাহীর বাঘায় মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তাফাকে চাকরি থেকে বহিস্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী নদী ইসলাম ও নদী খাতুন, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাফিল হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানববন্ধনে উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিচার করা হবে বলে আশ্বাস দেন।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান বলেন, ৮ ফেব্রুয়ারি আড়াইটার দিকে সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নবম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। ওই সময় শিক্ষার্থীরা তাকে সুন্দরবন পিকনিকে যাওয়ার কথা বলেন। সেখানে বানরের আক্রমন বেশি জানিয়ে গোলাম মোস্তফা বেঞ্চে থাকা স্কুল ব্যাগ তুলে বিশেষ ভঙ্গিমায় বানরের ছোবলের বিষয়টি দেখানোর সময় এক ছাত্রীর ওড়নায় টান লেগে শরীর থেকে তার ওড়না সরে যায়। নবম শ্রেণীতে পড়ুয়া তার নিজের মেয়ের মাধ্যমে এমন বিষয়টি জেনেছেন।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শিক্ষককে মারধর করে লাঞ্চিত করেন। তারা বাঁশের লাঠি ও হকিস্টিক নিয়ে আক্রমন করেন বলে জানান এই শিক্ষক। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ছাত্রীর অভিভাবক। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ অস্বিকার করে শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ক্লাসে প্রায় ৭০ জন শিক্ষার্থী ছিল। স্কুল ব্যাগ টেনে বানরের ছাবলের বিষয়টি দেখানোর সময় এক ছাত্রীর শরীরের ওড়না সরে যায়। এটাকে পূজি করে বহিরাগতরাসহ স্থানীয় কিছু শিক্ষার্থীরা মারধর করে আমাকে লাঞ্চিত করেছে। তাদের কাছে আমি নিরুপায় হয়ে পড়েছি।

তিনি আরো জানান,ইতো পূর্বে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে যেসব শিক্ষার্থীরা টাকা দেয়নি,তাদের এডমিট আটকিয়ে টাকা আদায়ের কথা বলেছিল। তাতে রাজি না হওয়ায় কিছু শিক্ষার্থী আমার উপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল। সাদমান নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী জানান, বিদায় অনুষ্ঠানের টাকার বিষয় নিয়ে শিক্ষকের অভিযোগ সত্য নয়। তার ভাষ্য, ওই শিক্ষকের আচরন ভালো নয়।

প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন, এডমিট আটকিয়ে টাকা আদায়ের বিষয়টি আমিও নাকোচ করে দিয়েছি। পরের বিষয়টি নিয়ে এতো কিছু হবে জানা ছিলনা। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, বিষয়টি তদন্ত করে বিচারের আশ্বাস দেওয়া সত্বেও কিছু শিক্ষার্থী ও অভিভাবকরা জমায়েত হয়ে মানববন্ধন করেছে। স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, ছাত্রীর অভিভাবক শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে অশোভন আচরনের অভিযোগ দিয়েছেন। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট