বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সচেতনতা কর্মসূচি বাস্তবায়নে-৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাঘা উপজেলার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্টিত হয়।
বাঘা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এতে অংশগ্রহন করেন আড়ানী পৌরসভার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর,রাজনৈতিক-সুশীল সমাজের ব্যক্তিবগ ও শিক্ষক ।
কর্মশালায় প্রেজেনটেশন উপস্থাপনের মাধ্যমে বিষয় ভিক্তিক আলোচনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোস্যাল ডেভলোপমেন্ট অফিসার বাবুল আখতার,সহকারি প্রকৌশলী এইচ এম শাহিন। উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শশী শবনব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা জনস্বাস্ত্য প্রকৌশলী আবদুল মোমিন, আড়ানী পৌরসভার উপসহকারি প্রকৌশলী সোহেল রানা, আড়ানী পৌরসবার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা আড়ানী পৌর জামায়াতের আমির মনিরুল আজম জিঞ্জ,অধ্যাপক রাম গোপাল, শিক্ষক সঞ্জয় কুমার দাস প্রমুখ। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর