বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ডিভোর্স দেওয়া এক জামাইয়ের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও সাবেক শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার( ২১-১২-২০২৫) রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চলতি মাসের ১৫ তারিখে ওই দম্পতির মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়। তবে ডিভোর্সের পরও বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল। পরে সাবেক স্ত্রী ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সাবেক জামাই তাদের ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত শ্রাবনী ও তার মা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের বাসিন্দা। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে একই উপজেলার জোতরাঘ গ্রামের ইয়ার আলীর ছেলে লালন উদ্দীনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছর ও ৭ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। লালন পেশায় গড়গড়ি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পদে কর্মরত।
অভিযোগ করে শ্রাবনী বলেন, ডিভোর্সের পরও প্রাক্তন স্বামী বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ এ হামলার মাধ্যমে তাদের জীবন হুমকির মুখে পড়েছে। রোববার সকাল ৬টায় ঈশ্বরদী ইপিজেড এ যাওয়ার জন্য তার মা হোসনেয়ারা সরের হাট স্কুল মাঠে পৌছে দিতে আসেন। স্কুল মাঠের পাশে ইউনিয়ন পরিষদ। লালন সেখানেই ছিল। আমাদের দেখা মাত্রই লোহার রড দিয়ে আমাকে ও আমার মাকে মারধর করে লালন । এতে ঘাড়ে,পিঠে ও কপালে আঘাত প্রাপ্ত হন তারা। একই সুরে কথা বলেন শ্রাবনীা মা হোসনেয়ারাও।ঘটনার পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত প্রাক্তন স্বামী লালনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন, পরে ফোন দিয়েন এখন কথা বলার সময় নেই। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর