বিশেষ প্রতিনিধি……………………………………………………………..
বাঘায় সংঘবদ্ধ যুবকের বিরুদ্ধে সিএনজি থেকে নামিয়ে পৌরসভার এক কাউন্সিলকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন কাউন্সিলর আবু জাহিদ। বুধবার (১০ জানুয়ারী) বিকেলে বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেতুলতলা নামকস্থানে সিএনজি থেকে নামিয়ে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ করেছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আবু জাহিদ রাজশাহীর বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মুশিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
আবু জাহিদ জানান, ঈশ্বরদীর আরমবাড়িয়া ইউনিয়ন পরিষদে শালিস শেষে বুধবার দপুর ২টায় সিএনজি (থ্রিহুইলার) যোগে নিজ বাড়িতে ফেরার পথে রাব্বি হোসেন (২৫), রিমন আলী (২০), নিলয় হোসেন (২১), হাসান আলী(৩০), মিজানুর রহমান (২৫), রাজু আহমেদ (২৫), সবুজ আলী (৩২) ও শিমুল (২৫) সহ অজ্ঞাত আরো ৩/৪ জন পথরোধ করে সিএনজি থেকে টেনে হেচড়ে নামিয়ে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন জানান, মারপিট করেছে বলে শুনেছেন। তবে কে বা কারা- কি বিষয় নিয়ে মারপিট করেছে,তা শোনেননি। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#