বিশেষ প্রতিনিধি: কবিরাজে কাছে হাঁড় ভাঙার চিকিৎসা করাতে যাওয়ার পথে রাজশাহীর বাঘায় জামিল হোসেন (৫) নামে এক শিশু ট্রাকের (রাজ মেট্রো- ড-১১ -০১৭৮) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাম হাতের হাঁড় ভেঙ্গে শিশুর মা রওশনারা বেগম আহত হয়েছে ।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে।
জানা য়ায়, নিজের ভ্যানে চড়ে কবিরাজের কাছে যাওয়ার পথে উপজেলার দিঘা আঠালিয়া জামাল ম্যানেজারের বাড়ি সংলগ্ন এলাকায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে মা ও শিশু ট্রাকের চাকার তলে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শিশু ও বাম হাতের হাঁড় ভেঙে আহত হয় শিশুর মা। স্থানীয়রা চালক প্রনব কুমার ও রেবার হাসান আলীকেসহ ট্রাকটি আটক করে এবং নিহত শিশুর মা রওশনারা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত শিশুর পিতা জানান, রমজানের প্রথমদিন ভাই-বোন খেলার সময় জামিলের গলার কলারবোনের হাড় ভেঙ্গে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও ফলাফল ভালো পাননি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্বামী- স্ত্রী শিশুকে নিয়ে নিজের ভ্যানযোগে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গবরগাড়ি গ্রামের কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথি মধ্যে র্দুঘটনায় প্রাণ হারায় ছেলে আহত হয় স্ত্রী। নিজের চোখের সামনে সেই দৃশ্য মনে হতেই বাকরুদ্ধ হচ্ছিলেন মুঞ্জিল হোসেন।
আসর নামাজের পর নিজ গ্রামে জানাযার নামাজ শেষে দাফন করা হবে বলে নিহতের পারিবারি সুত্রে জানা গেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, চালক ও লেবার সহ ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এবিষয়ে নিহত শিশুর পিতা বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে। শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর