প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৪, ১:৫৪ পি.এম
বাঘায় মোটরবাইকে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

# বিশেষ প্রতিনিধি..................................
রাজশাহীর বাঘায় অনুষ্ঠিত ঈদমেলায় ঘুরতে বের হয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রনি শেখ (২৪) ও রাজু আহমেদ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী জোতনশি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (২১) ও অটোরিকশার আরোহী চক নারায়ণপুর গ্রামের মিলন দাশের ছেলে দুরন্ত দাশ (১৭)। নিহত রনি শেখ কলিগ্রামের ইউনুস শেখের ছেলে ও রাজু আহমেদ উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী গ্রামের বাহাদুর আলীর ছেলে। শুক্রবার(১২ এপ্রিল) ঈদের দ্বিতীয়দিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাঘা পৌরসভার সড়কঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পারিবারের স্বজনরা শোকে স্তব্ধ ।
পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার দুপুরের আগে নিহত দু’জনকে দাফন করা হয়েছে। আব্দুস সাত্তার ও দুরন্ত দাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কলেজ ছাত্র রাজু আহমেদ ও তার ফুফাতো ভাই রনি শেখ ও এক বন্ধুকে নিয়ে একই মোটরসাইকেলে বাঘার মেলায় আসার উদ্দেশ্য বের হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঘা পৌরসভার কলিগ্রামের সড়কঘাট হয়ে মেলায় আসার পথে কলিগ্রামের ’স’ মিলের কাছে অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে রনি শেখ, রাজু আহমেদ ও আব্দুস সাত্তারসহ অটোরিকসার আরোহী দুরন্ত দাশ পাঁকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় রনি শেখ ঘটনাস্থলে মারা যান । গুরুতর আহত রাজু আহমেদ, দুরন্ত দাশ ও আবদুস সাত্তারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আশংকাজনক অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আহমেদ আহত ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাজু আহমেদ এর আত্মীয় সাব্বির হোসেন জানান,রামেক হাসপাতালের অপারেশন থিয়েটরে চিকিৎসাচলাকালীন সময়ে রাত ১০টার দিকে রাজু আহমেদ মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত দু’জনকে দাফন করা হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর