বিশেষ প্রতিনিধি: বাঘায় প্রশাসনের হস্তক্ষেপে বাজারে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ২শ’ টি ঘুঘু পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৬-০৮-২০২৫) বিকেলে উপজেলার বাঘা পৌর বাজারে মুরগি পট্রিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার ও সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি।
এসময় বিক্রির জন্য খাঁচায় সংরকষণে রাখা প্রায় ২শ’ টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়। খাচাবন্দী ঘুঘুপাখীগুলো মুক্তি পেয়ে আনন্দে খোলা আকাশে উড়াল দিয়ে অজানা স্থানে চলে যায়। ঘুঘুপাখীগুলো বিক্রির জন্য ৯টি খাঁচায় সংরক্ষণে রাখা হয়েছিল। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় আজাদ নামে পাখী বিক্রেতা।
ভ্র্যাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,অভিযান পরিচালনাকালে পাখি বিক্রেতা পালিয়ে গেলে তাকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি। মূল্য তালিকা প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০০০০/-(দশহাজার) টাকা জরিমানা করা হয় ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন-ওই বাজারে সিরাজ পল্টি হাউজ ও নয়ন পল্টি হাউজ। প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি ও পুলিশ অফিসারসহ সঙ্গীয় ফোর্স।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর