বিশেষ প্রতিনিধি: ইতিবাচক কার্যক্রমের উদাহরণ হিসেবে রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীদের বিভিন্ন মন্দিরে কোমলমতি শিশুদের চকলেট বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাঘা-আড়ানির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে- বুধবার (০১-১০-২০২৫) আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষে তার পিতা অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মিলিটারি মন্দিরে মন্দিরে গিয়ে চকলেট এর বাক্স পৌঁছে দিয়েছেন।
অনেকের মতে, এটি একটি ইতিবাচক কার্যক্রমের উদাহরণ। উদ্যোগটি প্রশংসা পাচ্ছে। হামিদুল ইসলাম বলেন, মন্দিরে আগতত শিশুদের উপহার হিসেবে উদ্যোগটি নেওয়া হয়। তিনি আরও জানান, তার ছেলে সামাজিক ও কল্যাণমূলক কাজেও অংশ নিয়ে বাস্তবায়ন করছে।
তার সাথে ছিলেন-বিএনপি নেতা ফরিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাম্বার আলী,আব্দুল হালিম যুবদলের সাধারণ সম্পাদক মামুন ও রসুল সহ আরও কয়েকজন । বেনুপুর বাউসা ও বাউসা মাঝপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি-সম্পাদক সুবোধ কুমার,্রভাত কুমার,রঞ্জিত কুমার ও প্রভাত কুমার বলেন, শিশুদের জন্য এটি একটি ইতিবাচক কার্যক্রমের উদাহরণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর