বিশেষ প্রতিনিধি: ‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি ভূমি মেলা’২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫-০৫-২০২৫) থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী মঙ্গলবার( ২৭ মে’২৫)। রোববার সকালে উপজেলা ভূমি অফিসের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। তারই সভাপতিত্বে অলোচনা সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবুল কালাম ।
সকল সেবা প্রাপ্তির বিষয়ে অবগত করে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা হোসনে আরা শিরিন। সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন,সবার আগে আমাদের ভূমি বিষয়ে জানতে হবে। তাই অনুরোধ থাকবে ভূমি বিষয়ে সবাই সচেতন হবো এবং নিয়মিত জমির কর প্রদান করবো।
তিনি বলেন, ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা ভূমি অফিসে দেওয়া হয়। এখন ঘরে বসেই অনলাইনে সেবা পাওয়া যাচ্ছে। ভূমি পোর্টাল (land.gov.bd) ওয়েব সাইডের মাধ্যমে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তিসহ ভূমি সেবা সম্পর্কে জনসাধারণকে ধারনা দেওয়া হয়।
ভূমি কার্যালয়ের নাজির, ফিরোজ আকতারের সঞ্চালনায় আালোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, উপজেলা সাব-রেজিস্টার অফিসার নকিবুল ইসলাম, বাঘা থানার এসআই সেতাফুর ইসলাম, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা। এছাড়াও ভূমি মেলা’২০২৫ উপলক্ষে কুইজ-কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া মাধ্যমিকের ৫জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।
উপস্থিত ছিলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর