বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে গল্প করার সময় অর্ডারের বিষয়ে জানতে চাওয়ায় ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে দোকান মালিক বোরহান উদ্দিনকে আহত করা হয়েছে। স্থানীয় জনতা ৩ জনকে আটক করে পুলিশে সপোর্দ করেছে। মামলা দায়ের করে রোববার(২৮ সেপ্টেম্বর) আসামীদের কারাগারে পাাঠানো হযেছে।
পুলিশ জানায়, শনিবার বিকেল উড়তি বয়সের ৩জন যুবক হত্যার উদ্দেশ্য এ হামলা করে। জনতার সহায়তায় তাদের গ্রেফতারের পর তাদের ব্যবহৃত মোটরসাইকেল চাপাতি ও হাতুড়ি জব্দসহ মামলা দায়ের করা হয়েছে। (বাঘা থানা মামলা নম্বর - ২০ তারিখ ২৭-০৯-২০২৫)। মামলাটি দায়ের করেন ‘ফুড লাভার’ এর মালিক আহত বোরহান উদ্দিন।
মামলার আসামীরা হলেন, চারঘাট উপজেলা ডাকরা গ্রামের মো ঃ প্রিন্স আহম্মেদ (২২), ও মোহামিনুল ইসলাম নয়ন (১৮), এবং সোনাদহ গ্রামের জনি আহম্মেদ (২০)। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে মামলার প্রধান আসামী মোঃ প্রিন্স আহম্মেদ (২২) এক নারীকে নিয়ে বাঘা উপজেলার থানা মোড়ের সামনে ‘ফুড লাভার নামে ফাস্ট ফুডের দোকানে প্রবেশ করেন। সেখানে তিনি খাবারের অর্ডার না দিয়ে দীর্ঘ সময় খোশ গল্পে মেতে উঠেন। কর্তৃপক্ষ খাবারের অর্ডারের বিষয়ে জানতে চাইতে তিনি রেগে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। পরে মালিককে দেখে নেব বলে হুমকি দিয়ে চলে যান।
শনিবার( ২৭ সেপ্টেম্বর’২৫) বিকেলে গলা পর্যন্ত মাথায় কালো হেলমেন্ট পরিহিত উড়তি বয়সের প্রিন্স আহম্মেদসহ ৩ যুবক একই মোটরসাইকেলে ‘ফুড লাভার’ দোকানের সামনে মোটরসাইকেল চালু রেখে ২জন দোকানে প্রবেশ করেন। এ সময় দোকান মালিককে একা পেয়ে ব্যাগের মধ্যে থাকা হাতুড়ি, চাপাতি বের করে দোকানের মালিককে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। দোকানের মালিক কৌশলে তাদের দোকানের বাহিরে নিয়ে আসেন। স্থানীয়রা মারপিট করতে দেখে ৩জনকে আটক করে পুলিশে দেন।
বাঘা থানার (ওসি) আসাদ্দুজ্জামান বলেন,পূর্বের ঘটনার জের ধরে হত্যার উদ্দেশ্য ‘ফুড লাভার, মালিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাদের হাত থেকে ভাগ্যেক্রমে মালিক বেঁচে গেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর