বিশেষ প্রতিনিধি..........
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সংসার বাঁধার স্বপ্নে নিজেকে বিলেয়ে দিয়েছেন প্রেমিকের কাছে। কিন্তু বিয়ের সাড়া মেলেনি। নিরুপায় কলেজ ছাত্রী বিয়ের দাবি নিয়ে চলে আসে প্রেমিকের বাড়িতে। তাকে দেখেই পেছন দরজা দিয়ে পালিয়ে যায় প্রেমিক বিপ্লব হোসেন ওরফে বিপুল। পরে বাড়ির গেট বন্ধ করে পালিয়ে যায় বিপ্লব হোসেনের পরিবারও। সেই বাড়ির বন্ধ গেটের সামনে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে কলেজ ছাত্রী। বুধবার (১৭ জুলাই) সকাল পৌণে ১২টার দিকে উপজেলার, বাঘা পৌর এলাকার ছাতারি গ্রামে এ ঘটনা ঘটে।
বিপ্লব হোসেন ওরফে বিপুল এই গ্রামের আসকান আলীর ছেলে। স্থানীয় বাবু হোসেনসহ কয়েকজন জানান,এর আগেও মেয়েকে তারা আসতে দেখেছেন। আজ বুধবার(১৭ জুলাই) বিয়ের দাবি নিয়ে এসেছে। পরে ছেলে সহ তার পরিবার বাড়ির গেট বন্ধ করে পালিয়ে গেছে। বুধবার(১৭-০৭-২০২৪) রাত সাড়ে ৯টায় ওই ছাত্রী বিয়ের দাবিতে বিপ্লব হোসেন ওরফে বিপুলের বাড়ির বন্ধ গেটের সামনে অবস্থান করছিল। বাড়ির কাইকে না পেয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিপ্লব হোসেনের মায়ের মুঠোফোনের নম্বও সংগ্রহ করে,যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। অনশনরত ছাত্রী আই এ প্রথম বর্ষের শিক্ষার্থী। বাড়ি একই উপজেলার গড়গড়ি ইউনিয়নে। নীতিগতভাবে নাম গোপন রাখা হলো। তবে ছেলে-মেয়ের যৌথ ছবি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
কলেজ ছাত্রী জানান, এক বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। মোবাইল ফোনে কথা বার্তা বলাসহ স্বশরীরে গোপনে সাক্ষাত হয়েছে বহুবার। বিয়ে করবে বলে নিজেকে বিলিয়ে দিয়েছেন।
তিনি জানান, বিপ্লব হোসেনের বাড়িতে যখন আসি, তখন সে বাড়িতেই ছিল। পরে সেসহ তার পরিবার পালিয়ে গেছে।
অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। ছাত্রীর দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর