বিশেষ প্রতিনিধি ঃ বিয়ের সব প্রস্তুতি সহ রান্নাও শেষ। শুধু বাঁকি ছিল অতিথি আপ্যায়ন। এরই মধ্যে বিয়ে বাড়িতে হাজির হলেন বাঘা উপজেলা নির্বাহি অফিসার। বিয়ে বন্ধ করে জরিমানা করলেন ১০ হাজার টাকা।
শুক্রবার(৩০ মে’২৫) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়। আইন অমান্য করে বাল্য বিবাহ সম্পাদনের চেষ্টা কালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্রাজিস্টেট ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ অভিযান চালিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মৃত ইরাদ আলী ছেলে অভিযুক্ত রেজাউল করিম(৫৮)এর দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের ধারাবাহিকতা চলতেই থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর