# বিশেষ প্রতিনিধি………………………………………………………………..
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১০ জানুয়ারী) বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা করেছে বাঘা উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চলনায় ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আলীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র, যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু ও বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেরা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিল্টন।
বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ নয় মাস কারাভোগের পর পাকিস্থানের কারাগার থেকে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্থান থেকে লন্ডন যান এবং দিল্লী হয়ে ঢাকা ফেরেন। স্বাধীন বাংলা দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুযোগ্য কন্যা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন কাজ করে যাচ্ছেন।
এমপি নির্বাচিত হয়ে তাঁর নির্বাচনী এলাকা- চারঘাট-বাঘার দৃশ্যমান উন্নয়নে কাজ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি। কাজের মূল্যায়নে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার এমপি নির্বাচিত হযেছেন শাহ্রিয়ার আলম। উন্নয়ন ধরা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় আ”লীগ নেতারা।#