বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের তালিকায় ৮ জন মাদক কারবারি,চুরি মামলায় ২জন চোর, ওয়ারেন্টভূক্ত ২জন ও জেলা ডিবি পুলিশ কতৃক ১ জন মাদক ব্যবসায়ী রয়েছে । শুক্রবার (২৩/০৫/২৫) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ওসির দিক নির্দেশনায় বৃহসপ্রতিবার (২২/০৫/২৫ ইং) রাতে বাঘা থানার এসআই(নিঃ) নাসির উদ্দীন ওরফে তুহিন এর নেতৃত্বে পিএসআই জামিল, এএসআই(নিঃ) মোস্তাফিজুরসহ সঙ্গীও ফোর্সদের সহযোগিতায় অভিযাান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। ডিবি পুলিশ কর্তৃক ১জন মাদক মামলার আসামী গ্রেফতার রয়েছে।
বাঘা থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার- ঝিনা গ্রামের মোঃ মহির (৫০), (পিতা- ছমির উদ্দিন), চকরপাড়া গ্রামের ইমন আলী (২০), (পিতা- কোরবান আলী), নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড় পাকা গ্রামের শ্রী সনাতন কর্মকার (৪৫) (পিতা- মৃত হারান কর্মকার), মো: হাবিবুর রহমান (২৯), (পিতা- মো: খাজের আলী), মো: ইদুল (২০)( পিতা- মো: রশিদ), মো: ফিরোজ হোসেন (২০), (পিতা- মো: জাহাঙ্গীর মন্ডল), মো: জিয়াউর রহমান (৩৫), (পিতা- মৃত আঃ রহমান), মোঃ আশাদুল প্রামানিক (৩৬), (পিতা- মো: দেলশার প্রামানিক)। চুরি মামলার আসামীরা হলেন- উপজেলার বাউসা (টাউরী পাড়া) গ্রামের শিমুল ইসলাম ওরফে কাজল(২১)( পিতা-ইমদাদুল হক) , মালিয়ানদহ গ্রামের মোঃ শাহাবুদ্দিন(৩৭) (পিতা-মৃত রুস্তম মালিথা ওরফে নজরুল)।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানা মূলে বাঘা থানা পুলিশ কর্তৃক ২ জন গ্রেফতারকৃ রয়েছে । ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত মাদক মামলার আসামীরা হলেন-উপজেলার জোত কাদিরপুর গ্রামের মোঃ ইসলাম আলী (৩২) (পিতা-মোঃ আফছার আলী)। অফিসার ইনচার্জ(ওসি) আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।#