বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় দিন ব্যাপী পার্টনার কংগ্রেস এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪জুন’২৫) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। উপজেলা কৃষি অফিসারের স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।
সরকারি কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি,প্রধান অতিথি উম্মে ছালমা। তিনি রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক। প্রকল্প সমূহ এর বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করেন কর্মশালার বিশেষ অতিথি মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প ডিএসই আব্দুল লতিফ।
বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান। কৃষি সম্প্রসারন অফিসার সোহানুর রহমানের সঞ্চালনায়,কৃষকের পক্ষ থেকে আম রপ্তানি সহ অন্যান্য কৃষি পণ্যের বিষয়াদি নিয়ে বক্তব্য দেন সফল কৃষক শফিকুল ইসলাম ছানা। উপস্থিত ছিলেন,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারন অফিসার কাউসার আহমেদ, প্রকল্প অফিসার মাহমুদুল হকসসহ কৃষকরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর