বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে পাওনা টাকার জন্য বাসায় গিয়ে মারধর করে একজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০-১০-২০২৫) এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকার রুবেল হোসেনের স্ত্রী আফরোজা (২৫) বেগম।
তিনি অভিযোগ করেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মীরগঞ্জ ভানুকর গ্রামের- ওয়াসীম (৩৫), জসীম (২৫)-পিতা কাশেম), নাসির উদ্দীন(৫০)-পিতা-বকসু), কাশেমের স্ত্রী সাহারা, ওয়াসীমের স্ত্রী মহনা তার বাড়িতে গিয়ে পাওনা টাকার জন্য তার স্বামী রুবেলকে ধরে নিয়ে যাওযার সময় বাধা দিলে প্রতিপক্ষরা আফরোজা ও তার ১১ বছর বয়সের ছেলে সৌরভকে এলোপাথাড়ি মারধর করে।
আফরোজা জানান, আড়াই বছর আগে তার স্বামী ওয়াসীমের কাছ থেকে লাভের উপর থেকে ১৫০০০ হাজার টাকা নিয়েছিলেন। একবারে দিতে না পেরে দফায় দফায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন। এর পরেও টাকা পাবে বলে দাবি করে। তিনি জানান,তার স্বামী এলাকার বাইরে বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করেন। বাড়িতে আসার পর টাকার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
ওয়াসীমের ভাষ্য, তিন বছর আগে তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন। বাড়িতে আসার পর ওই টাকার ফয়সালা করার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। কাউকে মারধর করেননি বলে দাবি তার।
অভিযোগ তদন্তকারি অফিসার উপপরিদর্শক (এসআই) সিফাত রেজা জানান, প্রতিপক্ষের বাড়ি থেকে রুবেল হোসেনকে উদ্ধার করে তার পরিবারকে বুঝে দিয়ে আইনগত সহায়তার কথা বলেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর