মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ গ্রামের শিশু মোঃ ইয়াসিন আলী (৮), পিতা- দুরুল ইসলাম, মাতা- মোসাঃ তাহেরা, শিশুটি রাগ করে বাড়ি থেকে বের হয়ে পড়ে। পরে পথ ভুলে রাজশাহীর বাঘা এলাকায় ঘুরাঘুরি করতে থাকে।
স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে মানবিক উদ্যোগে বাঘা থানায় জমা দেন। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)র দিক নির্দেশনায় এবং শিশু বিষয়ক কর্মকর্তা এসআই (নিঃ) সিফাত রেজার সার্বিক সহযোগিতায় শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে এসআই সিফাত রেজা যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার মা মোসাঃ তাহেরা বেগমের নিকট বুঝিয়ে দেন।
এ ঘটনায় এলাকাবাসী পুলিশের এমন মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে এসআই (নিঃ) সিফাত রেজার আন্তরিকতা ও উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর