প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৩:২৩ পি.এম
বাঘায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু !

বিশষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার আড়ানী রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্রেপ্রেস ট্রেনটি সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়ানী স্টেশনে পৌছানোর পূর্ব মুহুর্তে হটাৎ করে লাইনের মধ্যে ঝাপিয়ে পড়েন। এ সময় তিনি কাটা পড়ে মৃত্যুবরণ করেন। তাৎক্ষনিক তার মৃত্যুর কারন জানা না গেলেও স্থানীয়দের ধারনা পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।
আড়ানী স্টেশন মাষ্টার মোশারফ হোসেন বলেন,আড়ানী স্টেশনে এ ধরনের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন। বিষয়টি বাংলাদেশ রেলওয়ে পুলিশকে জানিয়েছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে ট্রেনে দুর্ঘটনা জনিত মৃত্যুর বিষয় গুলো বাংলাদেশ রেলওয়ে পুলিশ দেখভাল করে থাকেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর