# বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ঝড়ে ভেঙে পড়া নারিকেল গাছ মাথায় পড়ে ফাইমা বেগম (৪০) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা গেছে। রোববার (৪ মে) বিকাল ৪টার দিকে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী।
হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হামিদ ঝন্টু মৃত্যুর বিষযটি নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঝড়ে গৃহবধুর নিজ বাড়িতে দেওয়া একদিকের বুনের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে যান। এ সময় পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার মাথার উপর পড়ে।
গৃহবধুর স্বামী সাবাজ আলী বলেন,তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালান সাবাজ আলী । তার ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান। আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান, ২০মিনিটের ঘুর্নিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে বলে জানান।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,খবর পেয়ে নিহতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর