বিশেষ প্রতিনিধি: বাঘায় জুলাই শহীদ স্নৃতি আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০-০৮-২০২৫) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করে- বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দল। খেলায় ০২- ০১ গোলে পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দলকে পরাজিত করে বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর বাঘা উপজেলা শাখার সভাপতি জব্বার আলী ও রানার্স আপ দলের অধিনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর পুঠিয়া উপজেলা শাখার সভাপতি ইখলাচ কাজী অতিথীদের কাছ থেকে পুরুস্কার গ্রহন করেন।
খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন সাহাবুল ইসলাম। সহকারির দায়িত্বে ছিলেন আশিকুর রহমনা ও আব্দুল মমিন। ধারাভাষ্যে ছিলেন মামুনুর রশিদ, হান্নান সাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা এ খেলার আয়োজন করে।
সভাপতিত্ব করেন রুবেল আলী (সভাপতি, ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা)। প্রধান অতিথী ছিলেন- রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথী ছিলেন-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী,জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির অধ্যাপক মনিরুল আজম জিনজু,অধ্যাপক সাবদার হোসেন,রাজশাহী জেলা পূর্ব শাখার ব্যবস্থাপক আব্দুর রব।
উপস্থিত ছিলেন বাঘা ও চারঘাট উপজেলা জামায়াত-শিবিরের নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর