# বিশেষ প্রতিনিধি ............................................................................
রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজ আদায় শেষে ওলিকুল শিরোমনি শাহ আবদুল হামিদ দানিশ মন্দ (রহঃ)’র মাজার জিয়ারত করেছেন সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। পরে বাঘা পৌরসভা কার্যালয়ে চা চক্র শেষে পৌর মেয়র আক্কাছ আলীর কলিগ্রামের নিজ বাসভবনে মধ্যাহৃ ভোজে অংশ গ্রহণ করেন।
এসময় বাঘা-চারঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক রায়হান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ তুফান, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা সুরুজ্জামান সুরুজ, প্রভাষক সানোয়ার হোসেনসহ অনেকেই তার সাথে ছিলেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর