বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহসপতিবার(০৩-০৪-২০২৫) উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে-বিএনপির বিরুদ্ধে জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় ‘ জামায়েত শিবির রাজাকার এই মুহুতে বাংলা ছাড় ” জামায়েত শিবিরের বিরুদ্ধে ডাইরেকট একশন” বিএনপির একশন” হই, হই, রই, রই জামাত-শিবির গেলি কই। ৭১ এর রাজা কার এই মুহুর্তে বাংলা ছাড়। চাঁদ ভাইকে লাড়িস না পিঠের চামড়া থাকবেনা, শ্লোগান দেয় তারা।
সকাল সাড়ে ১১ টায় মিছিলটি শাহদৌলা সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু। এ সময় তারা জামায়াত-শিবিরের লোকজন কর্তৃক গত রোববার(৩০ মার্চ) মাগরিব নামাজের পর বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মন্ডলকে কুপিয়ে জখমের সাথে জড়িতদের গ্রেপ্তারসহ বিচার দাবি করেন।
বিএনপির ভাষ্য,বাউসা ইউনিয়নে বিছিন্ন কিছু ঘটনাকে পূঁজি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে জামায়াত-শিবির। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক.রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক এসএম সালা উদ্দিন আহমেদ শামীম সরকারসহ পৌরসভা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাউসা ইউনিয়ন বিএনপির নামধারী সন্ত্রাসী কর্তৃক জামাত-শিবির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে গত মঙ্গলবার(০১-০৪-২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী বলেন,আমাদের কর্মসুচি ছিল, অনিয়ম-দুর্নীতি,স্বেচ্চাচারিতার বিরুদ্ধে এবং বিএনপির নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে।#