বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,‘প্রযুক্তির নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। মঙ্গলবার(১২-০৮-২০২৫) এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। জেলা যুব উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্বে) এম.এম.এন জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, ওসি (তদন্ত), সুপ্রভাত মন্ডল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা অফিসার মাসুদ রানা, উদ্যেক্তা রুনা আক্তার, নিলুফা ইয়াসমিন।
পরে ৪জনের একজনকে দেড়লাখ ও ৩জনকে ১লাখ করে মোট সাড়ে ৪লাখ টাকার চেক প্রদান ৩ টি যুব সংগঠনের সদস্যদের গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলার সরকারি দপ্তরের প্রধানসহ ঋণগ্রহিতা ও যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর