বিশেষ প্রতিনিধি: চালককে গুলি করে স্পিডবোট নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলি বিদ্ধ চালক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চালকের নাম সালমান বিশ্বাস। সে পাবনার বেড়া উপজেলার খয়ারেদিকান্দি গ্রামের লুকমান বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার(২৯-০৭-২০২৫) স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগের পুরুষ ওয়ার্ডে কথা হলে চালক সালমান বিশ্বাস জানান, সোমবার (২৮-০৭-২০২৫) স্পিডবোট নিয়ে ঈশ্বরদীর সাড়াঘাট হয়ে বাঘা উপজেলার লক্ষীনগর মৌজার বালুমহল এলাকার ঘাটে আসার পথে সামনে থেকে আসা স্পিডবোটের লোকজন তাকে ধাওয়া করে। তারা কাকন বাহিনীর লোকজন বলে বুঝতে পেরে তার স্পিডবোট ঘুরিয়ে পেছনে ফিরে যাওয়ার পথে অপর একটি সাদা স্পিডবোট নিয়ে পেছন পেছন ধাওয়া করে। এ সময় দু’দিক থেকে অতর্কিতভাবে গুলি ছুঁড়েন তারা। আত্নরক্ষার জন্য লালপুরের বিলমাড়িয়া ঘাটে স্পিডবোট রেখে ডাঙায় উঠার সময় পিঠে লেগে গুলিবিদ্ধ হন। পরে কাকন বাহিনীর বক্কর, রমজান, রায়হানসহ ২০ থেকে ২৫ জন তার স্পিডবোট নিয়ে চলে যায়।
বাঘা থানার আফম আশাদুজ্জামান জানান,খবর পেয়ে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। চালকের পিঠে লাগা স্থানটি দেখে ছোররা গুলি হতে পারে বলে মনে হয়েছে। তবে যে আস্ত্রের গুলিই হোক,সেটা ভেতরে ঢুকতে পারেনি।
উল্লেখ্য, গত ৬ জুলাই’২৫ গভীর রাতে, রাজশাহী বাঘার উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর মৌজার খেয়াঘাটে গুলি ছুঁড়ে দুইটা স্পিডবোট ভাঙচুর ও একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৈধ ইজারা নেওয়া বালুমহলের খেয়া ঘাটে চাঁদা দিতে না চাওয়ায় দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর