বিশেষ প্রতিনিধি: বাঘায় পাওয়ার টিলার নিয়ে অন্যের জমি চাষের জন্য মাঠে যাচ্ছিলেন হাসান আলী (২২)। রাস্তা থেকে মাঠে নামার সময় ব্রেক ফেল করে গাছের সাথে ধাক্কা খেয়ে পাওয়ার টিলার এর নীচে চাপা পড়ে বুকে আঘাতপ্রাপ্ত হন । তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃ/ত ঘোষণা করেন । শুক্রবার (২৮/১১/২৫ ইং )সকাল অনুমানিক ১০ টার সময় মারা যান হাসান আলী। পরে নিহতের পরিবার লাশ নিয়ে বাড়ি চলে যায়। সে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টলটলি পাড়ার আনোয়ার হোসেন ওরফে আনার এর ছেলে ।
জানা গেছে, শ্রমের বিনিময়ে তার ইউনিয়নের অমরপুর মাঠে সাবর আলীর জমি চাষ করতে যাচ্ছিল। এসময় দিঘা- অমরপুর রাস্তা হতে মাঠে নামার সময় ব্রেক ফেল করে গাছের সাথে ধাক্কা খেয়ে পাওয়ার টিলার এর নীচে চাপা পড়ে দুর্ঘটনার স্বীকার হন। হাসান আলীর অকাল মৃ/ত্যু/তে শোকের ছাঘা নেমে আসে পরিবারে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার তিনটায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে ইউডি মামলা দায়ের করে লা/শ হস্তান্তর করা হয়েছে। ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর