ক্যাপশন: বাঘায় অনুষ্ঠিত কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা চলাকালিন দৃশ্য।
বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬-১১-২০২৪) ৩টি বিষয়ে (বাংলা,ইংরেজী ও অংক ) সকাল ১০টা থেকে ৩ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলার, বাঘা-আড়ানি দুটি কেন্দ্রে নার্সারি থেকে ৫ম শ্রেণীর মোট ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে আড়ানি কেন্দ্রে ৬টি স্কুলের ১৭৩জন, বাঘা কেন্দ্রে ৯ টি স্কুলের ৩৩৭ জন। কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীদের মা- বাবা। ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী সমিতির প্রতিনিধি কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মা জায়েদা বেগম জানান,পরীক্ষার পরিবেশ দেখে তিনি খুশি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর