বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় র্যাব-৫ ও পুলিশ কর্তৃক ৪জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার(২৫-০৫-২০২৫) রাতে বাঘা থানার মীরগঞ্জ এলাকা থেকে লালপুর উপজেলার লালপুর (রামকৃষ্ণপুর) গ্রামের সারোয়ার আলমের ছেলে তানভীর আলম ওরফে সাফিন(১৯), আব্দুল হাকিমের ছেলে রাকিব হোসাইন (২২) দ্বয়কে ২৪ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব-৫।
একইদিন রাতে বাঘা থানা পুলিশ, আড়ানির শাহাপুর থেকে মৃত আজাহার ফকির এরছেলে মানিক ফকির (৪৯), মৃত ইমান শাহ এর ছেলে বিজয় আলী (২২) দ্বয়কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
বাঘা থানার অফিার ইনচার্জ(ওসি) আছাদুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে সোমবার(২৬-০৫-২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জানান, আগের দিন শনিবার (২৪মে ) রাতে উপজেলার বাঘা পৌরসভার বাজুবাঘা নতুন বসতি গ্রামের ছাকাত আলী ছেলে মিলন ইসলামকে (৩৯) গ্রেফতার করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ০৮ (আট) লিটার চোলাই মদসহ পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিরপুর মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে হাসিবুল হাসান ওরফে রিপন (৪০) ও মৃত হযরত আলী ছেলে সাইদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর