বিশেষ প্রতিনিধি “ দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।
তিনি বলেন, সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি। সেটা ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক হতে পারে। শুধু জাতি সংঘে নয়, দুর্নীতি বিরোধী কার্যক্রম সরকারি অংশ হিসেবে আমরা বাংলাদেশেও উদযাপন করে আসছি। তারুণ্যের অংশগ্রহন থাকলে তাদের কাছে শুনতে পারতাম তারা কিভাবে দুর্নীতি প্রতিরোধ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক।
সভাপতিত্ব করেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এনামুল হাসান। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ)মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড. আব্দুস সালাম লাভলু, শিক্ষিকা এলিজা কায়েস, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা ,হাফেজ মাওলানা আবুল কালাম, শিক্ষক ফারহানা আখতার প্রমুখ। উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলা,মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর,প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হকসহ কমিটির সদস্যগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর