বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় চুরির ৩ মণ ২০ কেজি আমসহ আমির হামজা (৫৫) নামে এক ব্যক্তিকে হাতে-নাতে বাগানে আটক করেছেন বাগান মালিক ও স্থানীয়রা। আমির হামজা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়া গ্রামে বাসিন্দা। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামে।
বাগান মালিক মিঠন আলী ও লিটন আলী জানান, সম্প্রতি বাগানের আম বড় হওয়ার পর থেকে বাগান থেকে নিয়মিত আম চুরি হচ্ছিল। শুক্রবার দুপুরে বৃষ্টির সময় তারা বাগানে গিয়ে আমির হামজাকে গাছ থেকে আম চুরি করতে দেখে ধরে ফেলেন। পরে মিন্ট আলী, জিন্নাত আলী নিজাম আলীর সহায়তায় প্রায় ৩ মণ ২০ কেজি আমসহ তাকে প্রেমতলী বাজারে নিয়ে আসে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি আমসহ আটক আমির হামজা তার ছেলে রাকিবুল ইসলাম লালন উদ্দিনও সম্প্রতি আম চুরির ঘটনায় ধরা পড়েছিলেন।
স্থানীয় মিন্টু আলী বলেন, তারা বাবা-ছেলে দীর্ঘদিন ধরে আশেপাশের গ্রামে আম চুরি করে আসছে। তাদের ছাড় না দিয়ে স্বাস্ত করতে পুলিশে দেওয়া হয়েছে। এ সব পাতি চোরদের উৎপাতে বাড়ি ঘরে দিনে দুপুরে চুরি ঘটনায় বাড়ি ও বাগান মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন । এ সব চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমির হামজাকে থানা নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর