বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ (চন্ডিপুর) হল রুমে ১০ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ২২ সেপ্টেম্বও থেকে শুরু হওয়া প্রশিক্ষন শেষ হয়েছে ৩ অক্টোবর। ১০ দিনের প্রশিক্ষণে - নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, অতিথি প্রশিক্ষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ইউনিয়নের সাবেক কোম্পানি কমান্ডার আখতারুজ্জাম ডাবলু,কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার, প্রশিক্ষিকা মাহফুজা খানমসহ বাজুবাঘা ইউনিয়নের দলনেতা বজলু ও দলনেত্রী নূরজাহান। অনুষ্ঠিত প্রশিক্ষণে বাজুবাঘা ইউনিয়নের ২৮ জন পুরুষ ও ৩২ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে প্রত্যেককে ১৫০০শ টাকা ও সনদ প্রদান করা হয়।
এছাড়াও ৩জনকে পুরুস্কার দেওয়া হয়। প্রথম শারমিন সুলতানা,দ্বিতীয় মনিরুল ইসলাম,তৃতীয় পুরুস্কার পেয়েছেন আলপিনা খাতুন। উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার ও প্রশিক্ষিকা মাহফুজা খানম তাদের হাতে সনদ,নগদ অর্থ ও পুরুস্কার তুওে দেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর