বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার ভিডিপির উদ্যোগে ফলদ ও বনজ, বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪-৮-২০২৫) অর্ধশত কাটবাদাম, মেহগনি, পেয়ারা, সেগুন ও আম গাছের চারা বিতরণ ও রোপণসহ আনসার ভিডিপির দলনেতা ও দলনেত্রীর মাঝে চারা বিতরণ করা হয়।
ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব-উল মওলা (অ.দা.) জানান, পরিবেশ রক্ষায় বাড়ির আঙ্গিনা কিংবা জমিতে সকলকে বৃক্ষ রোপণ করার আহ্বান জানান। আনসার বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় এবং খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষা-সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসেবে আনসার ভিডিপির উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ও সদস্যও মাঝে চারা বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, প্রশিক্ষক সোহেল রানা, উপজেলা কোম্পানী কমান্ডার আাব্দুস সাত্তার,সাবেক ইউনিয়ন কোম্পানী কমান্ডার ডাবলু খান, ইউনিয়ন/পৌর ওর্য়াড দলনেতা-দলনেত্রী- মাইনুল ইসলাম,সোহেল রানা, লাবণী রানী , চম্পা খাতুন,স্বপ্না খাতুন,হানিফ,জুয়েল,হানিফ, আব্দুল হামিদ সহ আনসার ও ভিডিপির সদস্য বৃন্দ।#