বিশেষ প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও রমজানে দ্রব্যমূল্যে স্বাভাবিক রাখার লক্ষ্যে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়, বাল্যবিয়ে, অবৈধভাবে পুকুর খনন, মাদক, হ্যাকিং,যানজট,অতিরিক্ত টোল আদায়,ভেজাল পণ্য ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বিঘœকারি অপরাধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজলো প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুিষ্ঠত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ,বাঘা থানার পরিদর্শক (তদন্ত)সুপ্রভাত মন্ডল, বিএনপি নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,অধ্যক্ষ আব্দুল হামিদ,প্রধান শিক্ষক বাবুল ইসলাম,প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিঞা, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা । উপস্থিত ছিলেন- প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের অফিসার মনসুর আলী, বিজিবি কমান্ডার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।#