বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ক্রাশ প্রোগামের মাধ্যমে অনিসম্পন্ন জাতীয় পরিচয়পত্র নিষ্পত্তি করা হয়েছে ৩৪৫জনের। প্রয়োজীয় তথ্যগত ভ’লের কারণে মোট আবেদনের মধ্যে ৩৫টি আবেদন বাতিল করা হয়েছে । ১৬ এপ্রিল’২৫ হতে ৩০ জুন’২৫ পর্যন্ত অনিসম্পন্ন জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করেছিলেন ৩৮০ জন।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সুত্রে,২০১৮ সাল হতে এ পর্যন্ত অনিসম্পন্ন জাতীয় পরিচয়পত্র নিষ্পত্তি করণের সংখ্যা ২৪৭২টি। সংশোধনের আবেদনের সংখা ছিল ২৮৩৪টি। প্রয়োজীয় তথ্যগত ভূলের কারণে আবেদন বাতিলের সংখ্যা ৩৬২টি।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ গোলাম আজম এ তথ্য নিশ্চিত করে বলেন,যে আবেদন গুলো বাতিল করা হয়েছে,সেগুলোতে প্রয়োজীয় তথ্য না পাওয়ায় বাতিল করা হয়েছে। তিনি জানান,তার কার্যালয়ে যে সব সেবা প্রত্যাশিরা আসেন, তাদের তথ্য সঠিক থাকলে স্বল্প সময়ের মধ্যে কাজ করে দেওয়ার জন্য চেষ্টা করেন। সেবা নিতে আসা লোকজনের হয়রানি এড়াতে সদা তৎপর রয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর