বিশেষ প্রতিনিধি :বাঘার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গত বুধবার(১০-০৯-২০২৫) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ.চাল.ডাল ও পরিধেয় বস্ত্র দিয়ে সহায়তা করে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
ক্ষতিগ্রস্তরা হলেন, মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামের মৃত আমির হোসেন মিস্ত্রি'র ছেলে- আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) আসাদুল ইসলাম (৩৮)। বৃহসপতিবার (১১-০৯-২০২৫) স্থানীয় নেতা কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্থ ওই পরিবারদের নগদ ২০ হাজার টাকা,৩০ কেজি ওজনের ৬বস্তা চাল,৯কেজি ডালসহ পরিধেয় বস্ত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল,সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু প্রমুখ।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার(১০সেপ্টেম্বর’২৫) দুপুরের পর বাড়ীর পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত বাড়ির ৮ টি কক্ষের আসবাবপত্র, ১টি থ্রিহুইলার(সিএনজি), ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ও চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলামের নের্তৃত্বে ২ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র্রণ করতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসেবে ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লাখ টাকা ধরা হয়েছে। তবে ক্ষতির পরিমান আরো বেশি দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
অপরদিকে ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক তাদের সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে ঢেউটিন ছাড়াও ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন ইউএনও। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর