শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো................................................
বিভাগের বাগেরহাট জেলার রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের বাবুর বাড়ি সার্বজনীন মন্দির প্রাঙ্গনে গ্রাম উন্নয়ন কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিম কর্তৃক আয়োজিত, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম অফিস এর সহযোগিতায় ও রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে বাল্যবিবাহ মুক্ত গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা ও ১৯৫ টি পরিবারের মাঝে সুপিয়ো পানির ট্যাংক বিতরণ ও বাল্যবিবাহ মুক্ত মোড়ক উন্মোচন এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর সিআরবিসি রাজু উইলিয়াম রোজারিও, ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, চেয়ারম্যান হুড়কা ইউনিয়ন বাবু তপন কুমার গোলদার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন রামপাল প্রোগ্রাম অফিসার নিউটন গমেজ, জেমস অপূর্ব, নিপা সরকার, লিপি পাণ্ডে সহ -ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, চেয়ারম্যান বৃন্দ ইউ পি সদস্য বৃন্দ, উপকার ভোগী পরিবার, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী এ সময় উপস্থিত থাকেন, উক্ত অনুষ্ঠানে উপমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন৷
বাঁশতলী ইউনিয়নের ১১ টি গ্রাম রামপাল সদর ইউনিয়নের ১টি গ্রাম, হুড়কা ইউনিয়নের ৯ টি গ্রাম ও রাজনগর ইউনিয়নের ১টি গ্রাম মোট ৪টি ইউনিয়নে ২২ টি বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা এবং উক্ত এই ৪ টি ইউনিয়নের ৪টি গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করেন, পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একাত্মতা রেখে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত রাখায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর