# মোঃ ইকরামুল হক রাজীব, স্টাফ রিপোর্টার.....................................................
বাগেরহাটের মোল্লাহাটে মালবাহী টলি ও যাত্রী বাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান যাত্রী এক নারী ও ভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার প্রধান সড়কের সেবা ক্লিনিক এর সামনে সকল ৭টার দিকে উপজেলার দিক থেকে আসা টলি ও হাসপাতালের দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থানে ভ্যানের যাত্রী উপজেলার, ভান্ডারখোলা গ্রামের আলী আকবার মোল্লার স্ত্রী রাহিলা বেগম (৭০) এর মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক একই উপজেলার কাহালপুর গ্রামের আবুবক্কার মুন্সির ছেলে আজহার মুন্সী(৬০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, তার উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় ভ্যানচালক আজাহার (৬০) এর মৃত্যু হয় বলে জানান।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন "এ ঘটনায় টলি টি থানায় আটক রাখা হয়েছে তবে এর চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি। নিহত রাহেলাবেগম (৭০)'র লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে"। এই বেপরোয়া নিয়ন্ত্রণহীন মালবাহী টলি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর