1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বাঘায় অবৈধ বসতবাড়ি দখল, মামলা করে বাড়িতে ফিরলেন মালিক  রাজশাহীতে ১৬ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত খুলনা লায়ন্স স্কুলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আজিজী স্যারক সংবর্ধনা শিবগঞ্জে  ভ্রাম্যমান  আদালত মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে  ৪ জনের জরিমানা   রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন উত্তোলন গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া) আসনে জনতার দলের দলের মনোনয়নপত্র সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার মনোনয়ন সংগ্রহ

বাগমারা- ৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত নৌকার প্রার্থী কালামকে প্রাণঢালা অভিনন্দন অব্যাহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধি…………………………………………

৫৫ রাজশাহী, বাগমারা – ৪ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ সবচেয়ে বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। রাজশাহীর ৬ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে বাগমারা-৪আসনে সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাগমারার এই আসনে ভোটার সংখ্যা ৩লাখ ৬ হাজার ৩৫২ জন। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় কেন্দ্র ছিল ১২২টি এবং ৭৪৭ টি কক্ষে ৭ই জানুয়ারি রবিবার সকাল ৮টা হতে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল ৪ টায়। মোট ৬ প্রার্থী প্রতিদন্দ্বীতা করেছে, ন্যাশনাল পিপলস পার্টির – আম পেয়েছে ৫৬০ ভোট, জাতীয় পার্টির নাঙ্গল পেয়েছে ১৫১৮ ভোট, স্বতন্ত্র মাথাল মার্কা পেয়েছে ৮৭০ ভোট, সাইফুল ইসলাম রায়হান নোঙ্গর পেয়েছে ১৪৯ ভোট ও সাবেক এমপি ইন্জিঃ এনামুল হকের কাঁচিঁ মার্কা প্রতীক পেয়েছে ৫৩ হাজার ৮১২ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকা প্রতিক পেয়েছে ১লাখ ৭ হাজার ৯৮৩ ভোট। এদের মধ্যে মুল প্রতিদন্দ্বী ছিল দুই জন নৌকা এবং কাঁচিঁ। সাবেক এমপি এনামুলের কাঁচিঁ প্রতীকের থেকে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ৫৪ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বাগমারার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

এদিকে বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন মহলের শুভেচছাও অভিনন্দন দেয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন, বিভিন্ন পেশাজীবী মানুষ নব নির্বাচিত সংসদ সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ছুটে আসে এবং ফুলের মালা কেউবা ফুলে তোড়া দিয়ে অভিনন্দন জানান। বলা যেতে পারে সারাদিনই এলাকার হাজার বিভিন্ন শ্রেণির মানুষ তাদের হৃদয়ের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে সমবেত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট