নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সাংবাদিক সংগঠন বাগমারা প্রেসক্লাব–এর সদস্য আবু বাক্কার সুজনকে গঠনতন্ত্র ভঙ্গ ও সংগঠনের ক্ষতি সাধনের অভিযোগে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, আবু বাক্কার সুজন সম্প্রতি কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই স্বেচ্ছায় প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন এবং তা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করেন। পরবর্তীতে তিনি অনুরূপ নাম ব্যবহার করে (বাগমারা উপজেলা প্রেসক্লাব) নামে একটি নতুন সংগঠন ঘোষণা দেন এবং নিজেকে সেই সংগঠনের স্বঘোষিত সভাপতি দাবি করে সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় বাগমারা প্রেসক্লাবের গঠনতন্ত্র ভঙ্গ, প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুন্ন এবং বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠলে আজ সোমবার (৩ নভেম্বর) বেলা ২ টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে আবু বাক্কার সুজনকে প্রেসক্লাব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, “প্রেসক্লাবের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় আমরা কঠোর অবস্থানে। ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।”
প্রসঙ্গত, বাগমারা প্রেসক্লাব উপজেলার সম্মানজনক সাংবাদিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকদের নিয়ে কাজ করে আসছে। এর মর্যাদা ক্ষুন্ন হয় এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠন কর্তৃপক্ষ কঠোর অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর