নিজেস্ব প্রতিবেদক, বাগমারাঃ
রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী প্রেসক্লাব "বাগমারা প্রেসক্লাব" এর নবাগত সদস্যদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ফেব্রুয়ারি, দুপুর ২ ঘটিকার সময় অত্র প্রেসক্লাবের অফিস কক্ষে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অত্র প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সহ-সভাপতি নূর কুতুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বিদ্যুৎ।
সভায় নতুন সদস্যদের পরিচিতি পর্ব শেষে ক্লাবটির সাংগঠনিক কার্যক্রম ও গঠনতন্ত্র সম্পর্কে অবহিত সকলকে অবহিত করা হয়। সেই সাথে গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু প্রতিপালন করার বিষয়েও তাগিদ দেওয়া হয়। পাশাপাশি এই মহান পেশার প্রতি দায়িত্বশীল থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
উক্ত পরিচিতি ও মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের কপিরাইট সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আকবর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, নবাগত সদস্য মোঃ রুস্তম আলী, হোসাইন মোঃ মোবারক, মোঃ মাহাবুর রহমান মনি, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর