বাগমারা প্রতিনিধি………………………………………….
রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটলো আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের। শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা করা হয় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি।
সম্মেলনের শুরুতেই জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতিক পায়রা এবং বেলুন উড়িয়ে দেয়া হয়। পরে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুই ধাপে শেষ হয় সম্মেলন। প্রথম অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগে জহুরুল ইসলামকে সভাপতি এবং ইসমাইল হোসেন সান্টুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা প্রদান করা হয়। সেই সাথে আতিক বাসার সবুজ এবং উজ্জল হোসেনকে সহ-সভাপতি, সাজেদুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোনায়েম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা সবাই মিলে স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হচ্ছে স্বেচ্ছাসেবকলীগ। আওয়ামী লীগের সকল অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে অন্তরে ধারণ করতে হবে। নেতৃত্ব দিতে গেলে সবকিছুর ত্যাগ শিকার করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। জাতির জনক যে স্বাধীনদেশ উপহার দিয়েছে তার মান সবাইকে রক্ষা করতে হবে। শুধু নেতা হলেই হবে না। কর্মী তৈরি করতে হবে। কর্মী ছাড়া নেতা মূল্যহীন। স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবকলীগকে বিশেষ ভ‚মিকা রাখতে হবে। সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই নৌকার বিজয় কাজ করতে হবে। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। তাই আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
উক্ত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান রিন্টু, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য এস,এম সানিয়েল আরেফিন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আল-মামুন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।#