নাজিম হাসান, রাজশাহী..............................................................
বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না মিললেও আশ্বিনে শেষের দিকে রাজশাহীর বাগমারা উপজেলায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটানা ভারী বর্ষণে এরই মধ্যে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনও হালকা কখনও মুষলধারে বৃষ্টি চলছেই। এমন বৃষ্টি গত এক যুগেরও বেশি সময় দেখেনি এখানকার মানুষজন।
সোমবার (৩ অক্টোবর) থেকে চলা বিরামহীন বৃষ্টিতে পানি ঢকে পড়েছে বাসা বাড়িতেও। এতে যানবাহনের পরিবর্তে লোকজনদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে। এবং রাস্তা-ঘাটে বৃষ্টির পানি থৈ থৈ করছে। বিশেষ করে এই ভারী বৃষ্টিতে বিভিন্ন সবজির আবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সবজি গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকার কারণে গাছ মরে যাবার সম্ভবনা রয়েছে। ফলে বাজারে প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
বৃষ্টিতে আলু ক্ষেতে পানি জমে রোপণ করা আলু বীজ পঁচে গেছে। কৃষকরা আগাম আলুর বীজ বোপন করাসহ শীতের বিভিন্ন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না। চাষাবাদ করা বেশকিছু নিচু এলাকা মৌসুমী পানের বরজ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ঝুঁকির মুখে পড়েছে পান চাষীরা। ফলে পানচাষিরা এবছর কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বিরামহীন বৃষ্টিতে কাজে যেতে না পারার কারণে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষরা পড়েছেন চরম বেকায়দায়। বিশেষ করে ছিন্নমূল মানুষরা পড়েছেন চরম বিপাকে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের না হওয়ায় যাত্রী মিলছে না ভ্যান, রিক্সা ও অটোরিক্সায়।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, (বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত) রাজশাহীতে ২৫০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ২০২১ সালের ২০ জুলাই রাজশাহীতে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর