# নিজস্ব প্রতিবেদক, বাগমারা………………………………….
আগস্ট মাস বাঙালী জাতির শোকের মাস। ১৯৭৫ সালে ঘাতকের বুলেটের আঘাতে বাঙালি জাতির পিতার সপরিবারকে হত্যা করে ঘাতকেরা। তারই ধারাবাহিকতায় ১৫ই আগস্ট বাঙালি জাতি এই মাসটি শোক দিবস হিসেবে পালিত হয়। শোক দিবস উপলক্ষে আগামী ২২শে আগস্ট মঙ্গলবার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভার আয়োজন করা হয়েছে। এই শোকসভা সফল ও স্বার্থক করার লক্ষে শনিবার (১৯ আগস্ট) দুপুর শেষে টায় দিকে বাগমারার হাটগাঙ্গোপাড়ার প্রধান প্রধান সড়কে মিছিল করেছে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠন।মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ড.পিএম শফিকুল ইসলাম শফি,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র,অধ্যক্ষ আবুল কালাম আজাদ,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এমএম জিয়া উদ্দিন টিপু,বাগমারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার বাবুল,তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য, কোরবান খাঁ,আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।#