বাগমারা প্রতিনিধি......................................................
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও তাহেরপুর ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক খাদেমুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু বরন করেছেন। আজ ২৬ জুলাই বুধবার ভোর ৪টায় দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আনুমানিক রাত ৪ ঘটিকায় ইন্তেকাল করেছেন। তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও শিক্ষাগুরু খাদেমুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) সাবেক অধ্যাপক খাদেমুল ইসলাম এর মৃত্যু কালে তাঁর এক স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি - নাতনি ও দুই ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
আজ বুধবার সকাল ১০ টার সময় তাঁর নিজ কর্মস্থল তাহেরপুর ডিগ্রী কলেজ চত্তরে তাঁর প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামর হাট পৌরসভার ভগমান বাটি গ্রামে বিকেল ৫ টায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
তাঁর প্রথম ও দ্বিতীয় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু, দ্বীপনগর ডিগ্রী কলেজের অধ্যাপক শহিদুজ্জামান মীর, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দর রাজ্জাক বাবু, তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক আফজাল খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ড্রেসফেয়ার বাবু, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বাগমারা উপজেলা শাখার জনকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ফরাশী, নওঁগা জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ধামরহাট উপজেলার শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাহান কবির, আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক অধ্যাপক খাদেমুল ইসলাম এর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খাদেমুল ইসলাম দীর্ঘদিন তাহেরপুর ডিগ্রী কলেজে শিক্ষকতা শেষে অবসর গ্রহন করেন। তিনি সবার কাছে আদর্শ শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন এবং দক্ষতার সাথে শিক্ষকতা পেশা শেষ করেছিলেন। অধ্যাপক খাদেমুল ইসলাম এর মৃত্যুতে তাহেরপুর সহ অত্র এলাকার সাধারন জনগন তাঁর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতিসমবেদনা জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর