# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘সিক্স স্টার’ গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি ০.২২ বোরের গান ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন আঃ হালিম (২৯), পিতা- মৃত আবুল হোসেন এবং আবুল বাসার (২৭), পিতা- আশরাফ আলী। উভয়ের বাড়ি বাগমারা উপজেলা তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও যোগাযোগের সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ‘সিক্স স্টার’ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে। এই গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরবে। তারা দ্রুত আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে একটি সূত্রে জানা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর