রুস্তম আলী শায়ের, নিজেস্ব প্রতিবেদক, বাগমারাঃ
বাগমারার তাহেরপুরে মানব কল্যান (এম’কে) ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক) এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
এম’কে ল্যাবরেটরিজ এর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মার্কেটিং ডিরেক্টর ফজলুর রহমান, পল্লী চিকিৎসক আব্দুল খালেক,আব্দুল গফুর।
বাগমারা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ সাব্বির আহমেদ অনিক এর নির্দেশনায় ও তরিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন, পল্লী চিকিৎসক মহসিন আলী, মুনছুর রহমান,মোহন কুমার,গফুর শাহ (ফাতেমা ফার্মেসি),শামীম মন্ডল,মাহাবুর রহমান,আকবর আলী,হাবিবুর রহমান,মহিদুল ইসলাম,নাজমুল হক,নির্মল কুমার,ফজেল, আব্দুল মান্নান, শাহজাহান আলী,মোস্তফা আহমেদ,আহসান হাবিব,সাথী খাতুন সহ প্রমূখ।#