বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
-
প্রকাশের সময় :
রবিবার, ২৯ মে, ২০২২
-
২১৪
বার এই সংবাদটি পড়া হয়েছে
ছবি: সমিত
# সমিত রায়, বাগমারার, রাজশাহী থেকে………………………………..
রাজশাহী বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ মে, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে সভাপতিত্বে ও ইউপি সচিব আঃ বারিক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই উন্মুক্ত বাজেট অধিবেশন ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাজেটে আয় ধরা হয়েছে ১৪ কোটি ৪১ লক্ষ ৪ হাজার ৭শ’৭৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৪কোটি ২৮ লক্ষ ৭, হাজার ৭৪ টাকা। সার্বিক বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ১লাখ ২৭হাজার ৭ শ’ টাকা। তিনি খাত অনুযায়ী কত টাকা আয় ও ব্যয় ধরা হয়েছে তা উল্লেখ করেন। স্থানীয় জনগণের সম্মুখে উপস্থাপন করেন।
এসময় গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, আজকের এই বাজেট গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের বাজেট। আমি গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়ন এর জন্য কাজ করে যাচ্ছি ও আগামীতে আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাব ইনশাহআল্লাহ।
তিনি আরও বলেন, বাজেট হচ্ছে একটি ইউনিয়নের চলতি অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব। পরিষদের বিভিন্ন উৎসের আদায়কৃত আয় হতে জনকল্যাণমুলক কাজে ব্যয়ের একটি পূর্ব পরিকল্পনা। যা জনগণের সুচিন্তিত মতামত ও অংশ গ্রহনের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এসময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।#
এডিট: আরজা/১
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ