নিজস্ব প্রতিবেদক, বাগমারাঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রাজশাহী-৪(বাগমারা) আসনের মনোনয়ন চাইবেন সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ব্যারিষ্টার সালেকুজ্জামান সাগর। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে বাগমারা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি তার প্রত্যাসার কথা জানান।
তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অধ্যাপক মকলেছুর রহমান মন্ডলের ভাতিজা। মত বিনিময়ের সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের পক্ষ থেকে বাগমারা আসনের জন্য মনোনয়ন চাইবেন। দল যদি তাকে মনোনয়ন দেন এবং তিনি যদি বাগমারার সাংসদ নির্বাচিত হন তাহলে এলাকায় যে সকল সামাজিক বৈষম্য রয়েছে তা তিনি দূর করবেন।
এছাড়াও বাগমারা এলাকার সাধারন মানুষ যেন কখনই প্রতিহিংসার শিকার হয়ে হয়রানী না হয় সে দিকে তিনি সব সময় নজর রাখবেন। সমাজ থেকে সকল ধরনের দূর্নীতি,সন্ত্রাস,মাদক সেবন,টেন্ডারবাজীসহ সকল ধরনের অপকর্ম দূর করার প্রতিশ্রুতি দেন।
মত বিনিময়ের সময় ব্যারিষ্টার সালেকুজ্জামান সাগরের সাথে উপস্থিত ছিলেন, প্রভাষক আমিনুল ইসলাম জুয়েল, জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর