স্টাফ রিপোর্টার, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বেলা বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।
সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের মেডিকেল অফিসার ডাক্তার ববিতা রানী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিবুল হাসান রাজিব, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক গৌতম কুমার স্বর্ণকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার মন্ডল, বিশ^নাথ প্রামানিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগমারা উপজেলার ৮২টি মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর